শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশভাগের পর থেকে একই ভুল করছি আমরা: শোয়েব

স্পোর্টস ডেস্ক : দুর্দান্তভাবে ম্যানচেস্টার টেস্ট শুরু করেছিল টিম পাকিস্তান। শান মাসুদের সেঞ্চুরি আর ইয়াসিরের ঘূর্ণি বোলিংয়ে কুপোকাত হয়েছিল ইংলিশরা। প্রথম ইনিংসে ১০৭ রানের লিড নিয়েছিল বাবর আজমরা। কিন্তু দ্বিতীয় ইনিংসে ইংলিশ বোলারদের তোপে পাক ব্যাটসম্যানরা অলআউট হয়ে যায় মাত্র ১৬৯ রানে। ম্যাচের ভাগ্য লিখে দেয় ইংলিশ ব্যাটসম্যানরা। দুর্দান্ত শুরু করে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় হেরে যাওয়ার রীতিতে নাকি বরাবরই সিদ্ধহস্ত পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার।

এমনটা একই ভুল ১৯৪৭ সালে দেশভাগের পর থেকেই পাকিস্তান দল করে আসছে বলে হতাশা প্রকাশ করেছেন শোয়েব। তিনি বলেছেন, ম্যানচেস্টার টেস্টে ভালো একটা সুযোগ তৈরি করেছিল পাকিস্তান। ৩৫০ থেকে ৪০০ রান করার সুবর্ণ সুযোগ ছিল পাকিস্তানের। কিন্তু আমরা দেশভাগের পর থেকে এই একই ভুল করে আসছি। আমাদের ব্যাটিং ব্যর্থতাই আমাদের ডোবাচ্ছে। এটা বারবার হচ্ছে। ম্যানচেস্টার টেস্টে চারদিনেই পাকিস্তান দলকে স্বাগতিক ইংল্যান্ড হারানোর পর নিজের ইউটিউব চ্যানেলে এসব বলেন শোয়েব আখতার। ম্যানচেস্টারে পাক ব্যাটসম্যানদের ব্যর্থতার জন্য অধিনায়ক বাবর আজমকেই দুষছেন।

তথ্যসূত্র: টাইমস নাউ

এই বিভাগের আরো খবর