করোনাভাইরাস মোবাইল ফোনে ৯ দিন বেঁচে থাকতে পারে। ভালোভাবে ভাইরাস মুক্ত করা না হলে ৯ দিন পর্যন্ত মোবাইল থেকে মানুষ করোনায় আক্রান্ত হতে পারেন।
এক গবেষণায় দেখা গেছে, অবস্থার ওপর নির্ভর করে এক সপ্তাহ থেকে ৯ দিন ধাতব পদার্থ, কাঁচ ও প্লাস্টিকের উপর বেঁচে থাকতে পারে করোনা। মোবাইলে এই ভাইরাস ৯ দিন বেঁচে থাকতে পারে।
গ্রিফিথ ইউনিভার্সিটির ইফেক্টিয়াস ডিজিস অ্যান্ড ইম্মুনোলোজি স্পেশালিস্ট অধ্যাপক নাইজেল ম্যাকমিলান সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন মোবাইল ফোন ব্যবহার করার সময়।
তিনি জানান, মোবাইল ফোন যত্রতত্র ফেলে রাখবেন না। ফোনে হাত দেওয়ার আগে পরিষ্কার করুন।