মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সোনালি রঙের কচ্ছপ উদ্ধার

ডেস্ক নিউজ : সোনালি রঙের কচ্ছপ উদ্ধার হয়েছে নেপালে। সেদেশের মানু্ষের ধারণা তৈরি হয়েছে, ওই কচ্ছপটির মধ্যে আধ্যাত্মিক গুণাবলী রয়েছে। সম্প্রতি একটি রিপোর্টে সোনালি রঙের পেছনের বৈজ্ঞানিক কারণটা প্রকাশ করা হয়েছে। বিভিন্ন কারণে চামড়ার স্বাভাবিক রঙ নষ্ট হয়ে যেতে পারে। সেই রোগটিকে বলা হয় ক্রোমাটিক লিউকিজম। স্বাধারণত, লিউকিজমে ত্বকের রং সাদাটে হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে হলুদ পিগমেন্টেশনটি বেশি। তাই সোনালি রং ধারণ করেছে কচ্ছপটি।

সারা বিশ্বে এই নিয়ে পঞ্চমবার এরকম একটি কচ্ছপ উদ্ধার হয়েছে। নেপালের ধনুশ জেলার ধনুশাধাম পৌরসভার কাছে এই কচ্ছপটির দেখা মেলে। সরীসৃপ বিশেষজ্ঞ কমল দেবকোটা জানান, কেবল সোনালি রঙের প্রাণী বলে নয়, নেপালে চিরকালই কচ্ছপের একটি ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্য রয়েছে।

এই বিভাগের আরো খবর