আন্তর্জাতিক ডেস্ক : দুই বছরের মধ্যে নভেল করোনাভাইরাসজনিত মহামারি থেকে মুক্তি মিলবে বলে আশা প্রকাশ করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রস আধানম গ্যাব্রিয়েসুস।
সুইজারল্যান্ডের জেনেভায় গতকাল শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান নিয়মিত ব্রিফিংয়ে বলেন, ১৯১৮ সালের স্প্যানিশ ফ্লু মহামারি শেষ হতে দুই বছর সময় লেগেছিল। তবে, বর্তমান সময়ের উন্নত প্রযুক্তি ও বিজ্ঞানের অগ্রগতির কারণে করোনাভাইরাসজনিত মহামারি ঠেকাতে ‘তুলনামূলক কম সময়’ লাগতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
টেড্রস আধানম গ্যাব্রিয়েসুস বলেন, শতাব্দীতে একবার এমন স্বাস্থ্য সংকট আসে। তিনি আরো বলেন, বিশ্বায়নের ফলে যেমন দ্রুত করোনাভাইরাস ছড়িয়েছে, তেমনই সবাই একসঙ্গে চেষ্টা করলে দুই বছরের মধ্যে এই মহামারিকে সামলানো সম্ভব।
১৯১৮ সালে সারা বিশ্বে আতঙ্ক ছড়ানো স্প্যানিশ ফ্লু অনেক দিন ভুগিয়েছিল। কিন্তু বর্তমানে আগের চেয়ে উন্নত স্বাস্থ্য ব্যবস্থা থাকায় আশাবাদী ডব্লিউএইচও-প্রধান।
ডব্লিউএইচওর জরুরি বিষয়ক কার্যক্রমের প্রধান মাইকেল রায়ান বলেন, ১৯১৮ সালের মহামারি তিন ধাপে এসেছিল এবং দ্বিতীয় দফায় যখন ১৯১৮ সালের শীতে এটি মাথা চাড়া দিয়ে ওঠে, সেটা সবচেয়ে ভয়ঙ্কর ছিল। কিন্তু করোনাভাইরাসের ক্ষেত্রে সেরকম গতিপ্রকৃতি দেখা যাচ্ছে না বলে জানান মাইকেল রায়ান।
মাইকেল রায়ান বলেন, নভেল করোনাভাইরাসের দফায় দফায় ঢেউ আসবে এমন ইঙ্গিত এখনো পাওয়া যায়নি। রায়ান বলেন, মহামারির রূপ নেওয়া অনেক ভাইরাসই শেষ পর্যন্ত একটি নির্দিষ্ট মৌসুমে আসে। কিন্তু করোনার গতিপথ এখনো সে দিকে নয় বলেই রায়ান জানান।