সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, অস্ট্রেলিয়া ও কানাডার সাহায্য কামনা

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। প্রায় ১২ হাজারের বেশি দমকলবাহিনীর কর্মী এই দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন। শুক্রবার পর্যন্ত এই দাবানলে কমপক্ষে ছয়জন মারা গেছেন।

এদিকে ক্যালিফোর্নিয়া রাজ্য সরকারের পক্ষ থেকে এই দাবানল নিয়ন্ত্রণের জন্য অস্ট্রেলিয়া ও কানাডার কাছে সহযোগিতা চাওয়া হয়েছে।

এ নিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের গভর্নর গ্যাভিন নিউসাম বলেন, এই আগুন আমাদের সম্পদ এবং কর্মীদের ক্ষতি করছে।

ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ ফায়ার (ক্যাল ফায়ার) এর তথ্য অনুযায়ী শুক্রবার সকাল পর্যন্ত আগুনে ৫০০টির বেশি ঘরবাড়ি পুড়ে গেছে। ১ লাখ ৭৫ হাজারের মতো মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।

এই বিভাগের আরো খবর