মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইগাতীতে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের কমিটি গঠন

শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে ২৩ আগস্ট রোববার রাতে স্থানীয় মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী সমিতির হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক মোঃ আবুল কালাম আজাদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের শেরপুর জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক সারওয়ার জাহান তপন। বীর মুক্তিযুদ্ধা সাবেদ আলী মাস্টারের সভাপতিত্বে ও মাসুদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইগাতী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার শামসুল আলম ও বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের শেরপুর সদর উপজেলা সভাপতি মোঃ শওকত হোসেন। আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয়। দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে বীর মুক্তিযুদ্ধা সাবেদ আলী মাস্টারকে সভাপতি ও শীষ মনোয়ারকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট্য বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের ঝিনাইগাতী উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।

এই বিভাগের আরো খবর