আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে নির্বাচনের জন্য বৃহস্পতিবার হোয়াইট হাউসে বিশাল জনতার সামনে রিপাবলিকান দলের মনোনয়নপত্র গ্রহণ করেন।
চরম বর্ণবাদী উত্তেজনা এবং মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে একটি জাতীয় প্রতিকূল অবস্থার মধ্যে তিনি এ মনোনয়ন গ্রহণ করলেন। খবর এএফপি’র।
ট্রাম্প বলেন, ‘আজ আমার সমর্থক আমেরিকানদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে এবং সীমাহীন আশা নিয়ে আমি অত্যন্ত আনন্দ চিত্তে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য এই মনোনয়ন গ্রহণ করছি।’