রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী

ডেস্কনিউজঃ স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। শুক্রবার জাপানের স্থানীয় গণমাধ্যম এমনটি বলা হয়েছে।

জানা গেছে, শুক্রবারই জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, সেখানেই পদত্যাগের ঘোষণা দেবেন তিনি।

জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে’র প্রতিবেদনে বলা হয়েছে, অসুস্থতা বেড়ে যাওয়ায় অ্যাবে পদত্যাগ করতে চাচ্ছেন।

গত কয়েক সপ্তাহ ধরেই শোনা যাচ্ছিল যে অসুস্থ রয়েছেন শিনজো অ্যাবে। কিন্তু সম্প্রতি দুইবার তার হাসপাতালে যাওয়াকে অনেকে সংশয়ের চোখে দেখেছেন। গত বুধবারও অ্যাবে ফের হাসপাতালে গিয়েছিলেন বলে জানা গেছে। জাপান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে, স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট যাচাই করতে হাসপাতালে গেছেন তিনি।

এই বিভাগের আরো খবর