সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

হজরত ইমাম হোসাইনের (রা.) প্রতি শ্রদ্ধা জানিয়ে মোদির বার্তা

আন্তর্জাতিক ডেস্ক :  পবিত্র আশুরা উপলক্ষে হজরত ইমাম হোসাইনের (রা.) এর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল রবিবার পোস্ট করা এক টুইটার বার্তায় মোদি বলেছেন, সত্য ও ন্যায়ের প্রতি অবিচল ছিলেন হজরত ইমাম হোসাইন।

টুইটারে মোদি লিখেছেন, আমরা ইমাম হোসাইনের (রা.) আত্মত্যাগকে স্মরণ করছি। তার কাছে সত্য ও ন্যায়ের মূল্যবোধের থেকে অন্য কোনো কিছু বেশি গুরুত্বপূর্ণ ছিল না। সাম্য ও ন্যায় প্রতিষ্ঠায় তার গুরুত্বারোপ উল্লেখযোগ্য এবং বহু মানুষের জন্য প্রেরণাদায়ক।

উল্লেখ্য, পবিত্র আশুরার দিনটি ধর্মপ্রাণ মুসলমানদের কাছে অতি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যময় দিন। হিজরি ৬১ সনের এদিনেই কারবালা প্রান্তরে ঐতিহাসিক কারবালা ট্র্যাজেডি বা প্রিয়নবী হজরত মুহাম্মদ মোস্তফা (সা.)-এর প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসাইনের (রা.) শাহাদাতের মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়। ফলে কারবালার শোকাবহ ঘটনার কারণে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবেও দিনটি পালন করা হয় মুসলিম বিশ্বে।

এই বিভাগের আরো খবর