শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বাঘায় মাছের পোনা অবমুক্ত প্রাতিষ্ঠানিক পুকুরে

এম ইসলাম দিলদার, রাজশাহীঃরাজশাহীর বাঘাতে বধবার (২সেপ্টটেম্ব) ২০২০-২১ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় উপজেলার ৭ টি প্রাতিষ্ঠানিক পুকুরে ৩৩৪.৫ কেজি রুই,কাতলা,মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়।

বাঘা মাজারদিঘী পুকুরে ৮৪ কেজি,উপজেলা পরিষদের পুকুরে ৬০ কেজি,হাসপাতাল চত্তরের পুকুরে ৪০ কেজি,মোজাহার হোসেন মহিলা কলেজ পুকুরে ৪০ কেজি, আড়ানী নুরনগর প্রকল্প পুকুরে ৪০ কেজি,বাউসা ইউনিয়ন পরিষদের পুকুরে ৩০ কেজি,মহদিপুর গুচ্ছ গ্রামের পুকুরে ৪০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। উপজেলার মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম জানান,৭টি পুকুরে মোট ৩শত৩৪কেজি রুই,কাতলা,মৃগেল,কালবাউষ পোনা মাছ সরকারী ভাবে অবমুক্ত করা হয়েছে।
পোনা অবমুক্তিতে উপস্থিত ছিলেন, সম্মানিত উপজেলা চেয়ারম্যান এডঃলায়েব উদ্দিন লাভলু, উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা,উপজেলা কৃষি অফিসার,উপজেলা প্রাণিসম্পদ অফিসার,এডি,জেলা মৎস্য দপ্তর,রাজশাহী,উপজেলা মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম(অ.দা), উপজেলার অন্যান্য অফিসারসহ বিভিন্ন নেতৃবৃন্দ। পোনা অবমুক্তিতে বাঘা মৎস্য কর্মমকর্তা সকলকেই মৎস্য দপ্তরের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন।

এই বিভাগের আরো খবর