শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শেষ মুহূর্তে গোল দিয়ে জার্মানির বিপক্ষে স্পেনের ড্র

স্পোর্টস ডেস্ক :  উয়েফা নেশন্স লিগ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করে করলো জার্মানি। জার্মানির জয়ের সম্ভাবনা থাকলেও শেষ মুহূর্তে স্পেনের ডিফেন্ডার হোসে লুইস গায়ার গোলে পাল্টে যায় ম্যাচের দৃশ্যপট।

বার্লিনের মার্সিডিজ-বেঞ্চ অ্যারেনায় টুর্নামেন্টের দ্বিতীয় আসরের উদ্বোধনী দিনে জয় হাতছাড়া হলো সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের। প্রথমার্ধের লড়াইয়ে গোলের দেখা পায়নি কোন দলই। আর দ্বিতীয়ার্ধের শুরুতে সুযোগ হাতছাড়া করেননি জার্মানির টিমো ভেরনা।

৫১ মিনিটে রবিন গোজেন্সের বাড়ানো বল কাজে লাগিয়ে দলকে এগিয়ে নেন চেলসির এই স্ট্রাইকার। এই গোলেই জয় প্রায় নিশ্চিত হয়েগিয়ে ছিল জার্মানদের। তবে নির্ধারিত খেলার অতিরিক্ত সময়ে গায়ার গোলে শেষ পর্যন্ত সমতায় ফিরে স্পেন।

এই বিভাগের আরো খবর