মঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রেম করলে অনুমতি মিলবে ইতালি ভ্রমণের!

আন্তর্জাতিক ডেস্ক : করোনার ভয়াবহ পরিস্থিতি পার করেছে ইতালি। দেশটিতে ভ্রমণের ওপর নানা বিধিনিষেধ আরোপ রয়েছে। পারিবারিক সম্পর্ক ছাড়া অন্য দেশ থেকে ইতালিতে প্রবেশ করার ওপর কঠোরতা আরোপ করা হয়েছিল। এমনকি প্রেমের সম্পর্কের জেরে ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। এখন সেই বাঁধা দূর হয়েছে।

গত সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের কোভিড-১৯ এর জন্য নিরাপত্তা অধ্যাদেশে প্রেমিক-প্রেমিকাও স্বামী-স্ত্রীর সম্পর্ক আছে এমন ব্যক্তিদের ক্ষেত্রে দেশটিতে ভ্রমণের দ্বার উন্মুক্ত করেছেন। ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশ হতে যে কোন ব্যক্তি ইতালিতে প্রবেশ করতে পারবে যখন তার বিশ্বাস যোগ্য কোন স্থিতিশীল সম্পর্ক থাকবে।

বর্তমান নিয়ম অনুযায়ী, কোন ইতালীয় নাগরিকের স্ত্রী বা সন্তানের মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইতালি ভ্রমণ সম্ভব ছিল। তবে অবিবাহিত অংশীদারদের বাদ দেয়া হয়েছিল। সেপ্টেম্বর থেকে অংশীদাররা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলি থেকে তাদের প্রিয়জনের সাথে মিলিত হতে ইতালি ভ্রমণ করতে পারে।

এই বিভাগের আরো খবর