শনিবার, ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

সুস্থ হয়ে উঠছেন অপূর্ব

বিনোদন ডেস্ক : করোনা আক্রান্ত হওয়ার শুরুর দিকে আইসিইউতে ভর্তি করা হয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে। কিন্তু ছয়দিন চিকিৎসা দেয়ার পর তার শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ভয় কেটে গেছে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন অপূর্ব।’

১ নভেম্বর করোনা আক্রান্ত হন অপূর্ব। দুদিন পরেই তার শরীরে প্রচণ্ড জ্বর, খিঁচুনি, মাথাব্যথা, রক্তপ্রবাহ রক্তপ্রবাহে সমস্যা দেখা যায়। শারীরিকভাবে প্রচণ্ড দুর্বলতা অনুভব করেন এ অভিনেতা। ৩ নভেম্বরে তাকে শ্যামলীর স্পেশালাইসড হাসপাতালে ভর্তি হয় করা হয়। চিকিৎসকরা অবস্থার অবনতি হতে পারে ধারণা করে রাতেই তাকে আইসিইউতে ভর্তি করেন।

হাসপাতালের ডিউটি অফিস লুৎফর কবির বলেন, অপূর্বর শরীরে অক্সিজেন স্বাভাবিক। এখন তার জ্বর নেই। তিনি স্বাভাবিক রয়েছেন। আপাতত ভয়ের কোনো কারণ নেই। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

এই বিভাগের আরো খবর