শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

এক সিনেমার জন্য অক্ষয়ের দাবি ১৫৫ কোটি টাকা!

বিনোদন ডেস্ক :   বলিউডের জনপ্রিয় তারকা অক্ষয় কুমার এখন দেশটির সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া অভিনেতা। ২০২২ সাল থেকে তাকে কোনো সিনেমায় কাস্ট করতে চাইলে নির্মাতাদের ১৩৫ কোটি রুপি দিতে হবে, যা বাংলাদেশি মুদ্রায় ১৫৫ কোটি টাকার বেশি।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবরে বলা হয়, আগামী এক বছরের জন্য অক্ষয় কুমারের কোনো শিডিউল নেই। চাহিদার বিষয়টি মাথায় রেখে আগামীতে পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অক্ষয়।

বলিউডের একটি সূত্র বলিউড হাঙ্গামাকে জানিয়েছে, ‘লকডাউনের গত কয়েক মাসে অক্ষয় তার পারিশ্রমিক ৯৯ কোটি রুপি থেকে বাড়িয়ে ১০৮ কোটি রুপি করেছেন। সম্প্রতি তা ১১৭ কোটিতে স্থির হয়েছে।

আর প্রযোজকরা নিশ্চিত ব্যবসার জন্য এখন অক্ষয়কে সিনেমায় রাখতে চাইছেন। সে জন্য অক্ষয়ও চাহিদার পরিপ্রেক্ষিতে প্রতিটি সিনেমার প্রস্তাব আসার সঙ্গে সঙ্গে পারিশ্রমিক বাড়াচ্ছেন।

২০২২ সালে অক্ষয় প্রতি সিনেমার জন্য ১৩৫ কোটি রুপি পারিশ্রমিক নেবেন। সবশেষ ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে অক্ষয়ের ‘লক্ষ্মী’ সিনেমা। রাঘব লরেন্স পরিচালিত সিনেমাটিতে অক্ষয়ের বিপরীতে অভিনয় করেছেন কিয়ারা আদভানি।

এই বিভাগের আরো খবর