শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীর পুঠিয়ায় হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়ায় হেরোইন সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। বানেশ্বরে ৫০ গ্রাম হেরোই বৃহস্পতিবার বানেশ্বর বাজার কলেজ মার্কেটের সামনে থেকে তাদের আটক করে র‍্যাব সদস্যরা। এসময় তাদের কাছে তল্লাশি চালিয়ে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, গোদাগাড়ীর হরিশপুর এলাকার মৃত আজাহার আলীর ছেলে সোহেল রানা (৩৭), ভাটুপাড়া এলাকার আজিজুল হকের ছেলে শুভ মিলন (২২)।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের রিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে

এই বিভাগের আরো খবর