মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে আইন-শৃঙ্খলা সংক্রান্তে বিট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রায়হান ইসলাম : রাজশাহীতে আইন-শৃঙ্খলা সংক্রান্তে বিট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় রাজশাহী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে ওয়ারেন্ট তামিল, বিশেষ অভিযান ও আইন-শৃঙ্খলা সংক্রান্তে বিট পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় রাজশাহীর পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন বিপিএম (বার) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন, বিপিএম,পিপিএম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন

ও অর্থ) টি এম মোজাহিদুল ইসলাম, বিপিএম, পিপিএম। মতবিনিময় সভায় প্রধান অতিথি বিট পুলিশিং কার্যকর করার মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে থানার অফিসার
ইনচার্জগণ ও বিট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। সেবা গ্রহণের ক্ষেত্রে কেউ যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়টির উপর বিশেষ গুরত্বারোপ করা হয়। সকলকে পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সাথে নিজ নিজ কর্তব্য পালনের মাধ্যমে সাধারণ জনগণের আস্থা অর্জনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

এই বিভাগের আরো খবর