শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে হঠাৎ করে ঘন কুয়াশায় জণজীবন বিপর্যস্ত

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ হঠাৎ করেই ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের ভারত সীমান্তঘেষা জেলা চাঁপাইনবাবগঞ্জ জেলা। গত কয়েকদিন হালকা কুয়াশা থাকলেও গতকাল সোমবার বিকেল থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চাঁপাইনবাবগঞ্জ। দিনের বেলাতেও যানবাহনগুলো লাইট জ্বালিয়ে চলাচল করছে। তবে ঘন কুয়াশা থাকলেও শীতের তীব্রতা অনেকটাই কম। ঘন কুয়াশায় কোন কিছু স্পষ্ট দেখা না যাওয়ার কারণে সড়ক দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। তাই বাধ্য হয়ে মহাসড়কসহ অন্যান্য সড়কে চলাচলরত বাস, ট্রাক, ভটভটি, অটোচার্জারসহ সকল যানবাহন হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে। অপরদিকে চরম বেকায়দায় পড়েছে খেটে-খাওয়া দিনমজুর শ্রেণির মানুষরা। ঘন কুয়াশা থাকলেও শীতের তীব্রতা কম হওয়ার কারণে খেটে-খাওয়া মানুষরা কাজে ফিরছে। হঠাৎ করে ঘন কুয়াশা পড়ার কারণে চরম বিপাকে পড়েছে শিশু ও বৃদ্ধরাও।

চাঁপাইনবাবগঞ্জ আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সর্বনিম্ম তাপমাত্রা ছিলো ১৬ডিগ্রি সেলসিয়াস। তবে সোমবার চাঁপাইনবাবগঞ্জের আকাশে সূর্যের দেখা মিলবে না। ঘন কুয়াশা আরো কয়েকদিন থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই বিভাগের আরো খবর