বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

জনপ্রিয়তার শীর্ষে ঘড়িসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব খান

নিজস্ব প্রতিনিধি: ২০১১সনে তালা মার্কা প্রতীকে নির্বাচন করে বিপুল ভোটে জয়লাভ করে ২০১৬ সনের ঘড়িসার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নৌকা মার্কা প্রতীকে নির্বাচন করে বিপুল ভোটে জয়লাভ করা জনবান্ধব চেয়ারম্যান -আব্দুল রব খান-কে ফের ঘড়িসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চায় ঘড়িসার ইউনিয়ন বাসী।তিনি-সহ-সভাপতি,নড়িয়া উপজেলা আওয়ামীলীগ
জানা যায়,জনবান্ধব- আব্দুল রব খান-ঘড়িসার ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচীত হওয়ার পর থেকে ঘড়িসার ইউনিয়নে সর্ব ক্ষেত্রে অমুল পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন। তিনি দলমত নির্বিশেষে সবার অন্তর কেড়েছেন। নিজের কথা না ভেবে জনগণের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন।
বিগত দিনে ঘড়িসার ইউনিয়ন বাসীর উন্নয়নে সরকারি সহযোগিতায় বিভিন্ন রাস্তাঘাট, কালভার্ট, পুরাতন রাস্তা মেরামত, নতুন রাস্তা নির্মাণ, ঘড়িসার ইউনিয়নের আনাচে কানাচে অসংখ্য প্রত্যন্ত অঞ্চলে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে তিনি ঘড়িসার ইউনিয়ন বাসি কে আলোকিত করে তুলেছেন।
তিনি ঘড়িসার ইউনিয়নে এমন অনেক অসংখ্য উন্নয়ন মূলক কাজ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। ঘড়িসার ইউনিয়ন বাসীর যে কোন সমস্যায়, তিনি গুরুত্বসহকারে সমাধানের চেষ্ঠা করেন বিধায় প্রতিনিয়ত হৃদয়ের টানে ভালোবাসার টানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাঁর কাছে ছুটে আসে।এ দিগে ঘড়িসার ইউনিয়ন বাসীর ব্যাপক উন্নয়নের ফলে বর্তমান জনসাধারণ তার প্রতি শতভাগ সন্তুষ্ট রয়েছে। তিনি ঘড়িসার ইউনিয়ন বাসীর কল্যাণে বিগত দিনে যে পরিমান উন্নয়নকাজ সম্পন্ন করেছেন তা দৃশ্যমান এবং প্রশংসাযোগ্য।
ঘড়িসার ইউনিয়নের অসহায় ও গরীব দুঃখী মেহনতী মানুষের বন্ধু মানবতার ফেরিওয়ালা চেয়ারম্যান আব্দুল রব খান
উন্নয়নের কাজ ও জন প্রিয়তা জানতে সরেজমিনে ঘড়িসার ইউনিয়নে শতাধিক সাধারণ মানুষের সাথে কথা বললে, ওনারা জানান, ঘড়িসার ইউনিয়ন বাসীর সৌ-ভাগ্য যে, আব্দুল রব খান এর মত একজন জনবান্ধব সৎ, দক্ষ, মেধাবি, পরিশ্রমি । তিনিঘড়িসার ইউনিয়ন চেয়ারম্যান নিবার্চিত হওয়ার পর এই ঘড়িসার ইউনিয়ন যে পরিমান উন্নয়ন কাজ করেছেন তা বিগত দিনে কোন চেয়ারম্যান করতে পারেনি। জরাজীর্ণ রাস্তাঘাট গুলোকে সংস্কার করে নতুন রাস্তা নির্মাণ করে ঘড়িসার ইউনিয়ন বাসীর যোগাযোগের ক্ষেত্রে এক অভূতপূর্ণ সাফ্যলের সাক্ষর রেখেছেন এই চেয়ারম্যান। তাই আমাদের প্রাণের দাবি আব্দুল রব খানের মত একজন জনপ্রিয় জনবান্ধব চেয়ারম্যান আবার ও ঘড়িসার ইউনিয়ন যেন চেয়ারম্যান হিসেবে নেতৃত্র দেয় ।করোনা ভাইরাসের সংক্রমণ রোধে নিজের জীবন বাজি রেখে অক্লান্ত পরিশ্রম করে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন- চেয়ারম্যান-আব্দুর রব খান
তৃণমূলে মাঠ চষে বেড়াচ্ছেন বর্তমান চেয়ারম্যান- আব্দুর রব খান । নিজ উদ্দ্যেগে জনগণের সামনে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরেছেন। নির্বাচনের পূর্বে উন্নয়নে যে সকল কাজ করার প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম ঘড়িসার ইউনিয়ন বাসী তার অধিকাংশ কাজের প্রতিশ্রুতি ইতোমধ্যে পেয়েছে। বাকি কাজ গুলো বর্তমানে চলমান। আমি চাই জনগণের পাশে থেকে নিজেকে বিলিয়ে দিতে। আমি শতভাগ আশাবাদী জনগণ পুনরায় ভোটের মাধ্যমে আমাকে ঘড়িসার ইউনিয়ন চেয়ারম্যান পদে জয়যুক্ত করবে।ইনশাআল্লাহ

এই বিভাগের আরো খবর