শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে মোটরসাইকেল কিনে না দেওয়ায় কলেজ ছাত্রের আত্মহত্যা

রায়হান ইসলাম : রাজশাহী দুর্গাপুরে মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক কলেজ শিক্ষার্থী। সোমবার বিকেলে উপজেলার চৌপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই শিক্ষার্থীর নাম হাসিবুল হাসান শান্ত (২২) সে চৌপুকুরিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। শান্ত নাটোর সিরাজ উদদৌলা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।

স্থানীয়রা জানায় , হাসিবুল হাসান শান্ত তার বাবার কাছ থেকে বেশ কিছুদিন আগ থেকে একটি মোটরসাইকেল কিনে চেয়েছিলেন। কিন্তু তার বাবা সেই মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমান করে আত্মহত্যা করেছে । সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে সবার অগোচরে নিজ শয়ন কক্ষে তীরের সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে সে । পরে তাঁর পরিবারের সদস্যরা দেখতে পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় রশি কেটে তার মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ হাসমত আলী জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। তবে এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরো খবর