শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর চাচি রাজিয়া নাসের’র মৃত্যুতে রানা বখতিয়ারের শোক

অস্ট্রিয়া প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মা রাজিয়া নাসের (৮৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  বৃহস্পতিবার রাতে রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

রাজিয়া নাসের বাগেরহাট-২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময়ের দাদি। তন্ময় নিজের ভেরিফায়েড ফেইসবুকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রিয়া শাখার সাধারণ সম্পাদক রানা বখতিয়ার আজ এক বিবৃতিতে তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

এই বিভাগের আরো খবর