রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ২ হাজার পিস ইয়াবা সহ গ্রেপ্তার ২

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ এর মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৯৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের মন্ডলপাড়া ১ নং ওয়ার্ডের রাজিয়া বেগম ও তাইজউদ্দিনের ছেলে মো. তাহেরুল ইসলাম (৩৫) ও তার ভাই মো. হোসেন আলী (২৫)।

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৮ নভেম্বর বুধবার বিকেল সাড়ে ৩ টার দিকে নারায়নপুর ইউনিয়নের আলীমনগর গ্রামের একরামুল মিয়ার বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১ হাজার ৯৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত তাহেরুল ও হোসেন ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরো খবর