শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাঘায় গড়গড়ী ইউপিতে টেকসই উন্নয়ন সভা অনুষ্ঠিত

এম ইসলাম দিলদার, রাজশাহীঃ রাজশাহীর বাঘায় গড়গড়ি ইউনিয়ন পরিষদে টেকসই উন্নয়ন ও মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে গড়গড়ি ইউনিয়ন চেয়ারম্যান রবিউল ইসলামের উপস্থিতিতে জবাবদিহি মূলক আলোচনা সভা হয়েছে। এই টেকসই উন্নয়নের মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গড়গড়ী ইউনিয়নের শিক্ষক সমাজ,পল্লী চিকিৎসক ,সমাজ সেবক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ। গড়গড়ি ইউপি সদস্য জাহাঙ্গীর আলম আলোচনাসভাটির সভাপতিত্ব করেন। সকল ওয়ার্ডের মেম্বার ও প্রতিনিধী গন ও সাধারণ মানুষ তাদের ব্যাক্তিগত এবং সামাজিক বিভিন দাবি দাওয়া চেয়ারম্যানের রবিউল ইসলামের কাছে পেশ করেন। গড়গড়ি ইউনিয়নের সাধারণ জনগণের সমস্যা সমাধানের জন্য চেয়ারম্যান নিজে তাদের আস্বস্ত করেন আগামী এক বছরের মধ্যে সকল সমস্যার সমাধান করা হবে।৯ নং ওয়ার্ডে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রায় ১ কোটি টাকার পানি নিস্কাসনের জন্য ১টি ড্রেন নির্মান হয়েছে বাঘা-চারঘাটের সাংসদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলম সেই উন্নয়ন বিষয়ে আলোচনা করেন ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম।ইউনিয়নের জনসাধারণের উন্নয়ন বিষয়ে আলোচনা শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলমের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

এই বিভাগের আরো খবর