শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্কুল পড়ুয়া যুবকের লাশ উদ্ধার

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলের নিজামপুরে পুকুর পাড়ার মোড় থেকে স্কুল পড়ুয়া তাজেমুল (১৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে নাচোল থানা পুলিশ। নিহত তাজেমুল গোমস্তাপুরের বোয়ালিয়া এলাকার বাসিন্দা। গোলাম মোস্তাফার ছেলে।

পারিবারিক সুত্রে জানা যায়, নিহত তাজেমুল নেজামপুরের হযরত আলি মুন্সি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র।

এলাকা বাসী বলেন, তাজেমুল তার নানার বাড়ি থেকেই লিখাপড়া করতো, আজ বিকাল ৪টায় সে অটো নিয়ে বাড়ি থেকে বের হয়েছে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও বাড়িতে তাজেমুল না ফেরায় এলাকায় খুঁজাখুঁজি করেন স্বজনরা। পরে নির্মাণ কাজের জন্য রাখা বালুতে খোঁজ মেলে তাজেমুেলের মরদেহ, পরে স্থানীয়রা নাচোল থানায় ফোন করে জানায়, পরে পুলিশ লাশ উদ্ধার করেন।

নাচোল থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে, প্রাথমিক ভাবে কিছুই বলা যাচ্ছেনা, ময়নাতদন্ত করে জানা যাবে কী হয়েছিলো নিহত তাজেমুের সাথে। এবিষয়ে এখনো নিহতের পরিবার থানায় অভিযোগ করেনও, অভিযোগ মর্মে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর