আন্তর্জাতিক ডেস্ক : করোনা সংক্রমণের প্রতিবাদে শ্রীলঙ্কার একটি কারাগারে দাঙ্গার ঘটনায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অর্ধশতাধিক মানুষ।
কারাগারের কর্মকর্তারা বলেছেন, দাঙ্গাকারী বন্দিরা কারাগারের একটি অংশে আগুন ধরিয়ে দেয় এবং পরে অগ্নিনির্বাপক বাহিনী আগুন নেভায়। পুলিশের মুখপাত্র অজিত রোহানা বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রক্ষীবাহিনী মোতায়েন করা হয়েছিল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারাগারের রক্ষীরা গুলি ছোড়ে। পরে এতে হতাহতের ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন নেভানোর জন্য দমকলকর্মীদের ডেকে আনা হয়েছিল। পুলিশের মুখপাত্র রোহানা জানিয়েছেন, বিশেষ পুলিশ টাস্কফোর্সের কমান্ডো দলকে কারাগারের সুরক্ষার জন্য পাঠানো হয়েছে।
করোনা সংক্রমণ বাড়তে থাকায় শ্রীলঙ্কার যে কয়েকটি কারাগারে হামলা হয়েছে, এটিই তার মধ্যে সর্বশেষ।
শ্রীলঙ্কায় এখন পর্যন্ত করোনা পজিটিভ এসেছে ২৩ হাজার ৪৮৪ জনের। করোনায় মারা গেছেন ১১৬ জন।