শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

জেনে নিন জুম্মার দিনে দোয়া কবুলের শ্রেষ্ঠ মুহুর্ত!

পবিত্র জুম্মার দিনে এমন একটি মুহুর্ত বা সময় রয়েছে যে সময়ে মহান আল্লাহ তায়ালার কাছে বান্দার দোয়া কবুল হয়ে থাকে।এ প্রসঙ্গে আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত একটি হাদিস হতে পাওয়া যায়। নবী (সাঃ) বলেন, জুমুআর দিনের মধ্যে অবশ্যই এমন একটি মুহূর্ত আছে যখন কোন মুসলমান আল্লাহ্র নিকট কল্যাণ প্রার্থনা করলে নিশ্চয়ই তিনি তাকে তা দান করেন।

তিনি বলেন: সেই মুহূর্তটি অতি স্বল্প।” [সহিহ মুসলিম: ১৮৫৩]

“আবু বুরদা ইবনে আবু মূসা আশআরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আবদুল্লাহ ইবনে উমার (রা) আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কি তোমার পিতাকে রাসূলুল্লাহ্(সাঃ) থেকে জুমুআর দিনের বিশেষ মুহূর্তটি সম্পর্কে হাদীস বর্ণনা করতে শুনেছো? রাবী বলেন, আমি বললাম, হাঁ। আমি তাকে বলতে শুনেছি, আমি রাসূলুল্লাহ্(সাঃ) কে বলতে শুনেছি: ইমামের বসা থেকে নামায শেষ করার মধ্যবর্তী সময়ের মধ্যে সেই মুহূর্তটি নিহিত।”

[সহিহ মুসলিম: ১৮৫৫]

এই বিভাগের আরো খবর