বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

জেনে নিন কোরবানি কয়টি ভাগে ও মৃত ব্যাক্তির নামে দেওয়া যায় কি না ?

প্রশ্ন :

কোরবানি মৃত ব্যক্তির নামে সাতের অধিক নাকি একই গরুতে দেওয়া যায়। এটা কতটুকু সত্য? অর্থাৎ সাত শরিকের উপরে একটা গরুতে দেওয়া যায়— এটা কতটুকু সঠিক?

উত্তর :

আপনি মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়ার যে মাসয়ালা উল্লেখ করেছেন, সেটি সঠিক। যদি মৃত ব্যক্তির পক্ষে কোরবানি করার জন্য বা সদকা করার জন্য আপনার ইচ্ছে হয়, এটি জায়েজ রয়েছে। এটি করতে পারেন, নাজায়েজ নয়।

সাধারণ নিয়মে যদি গরু, মহিষ অথবা উট হয়, সে ক্ষেত্রে সাতজন শরিক হতে পারবে। কিন্তু তারা যদি একই পরিবারের হয়ে থাকে, তাহলে ওই পরিবারের সবাই অংশগ্রহণ করতে পারবে। পরিবারে যতজনই থাকুক না কেন, ১০ জন, ২০ জন, সবাই অংশগ্রহণ করতে পারবে।

এখানে একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে। অন্য পরিবার থেকে ১০ জন হবে না। একটি পরিবার থেকে সাতের অধিকও অংশগ্রহণ করতে পারবে। কিন্তু একের অধিক পরিবার হতে গেলে সাতের অধিক অংশগ্রহণ করতে পারবে না।

এই বিভাগের আরো খবর