শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ওমানের আন্তর্জাতিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক : মহামারী করোনার কারণে বন্ধ ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে ওমান। আগামী ২৯ ডিসেম্বর থেকে  এ নির্দেশনা বাংলাদেশসহ সব দেশের জন্য সমানভাবে প্রযোজ্য হবে। রবিবার ওমান সরকারের শীর্ষ পর্যায় থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এ নির্দেশনা বাংলাদেশসহ সব দেশের জন্য সমানভাবে প্রযোজ্য হবে। খবর আরব নিউজের।

জানা গেছে, আগামী ২৯ ডিসেম্বর রাত থেকে বাংলাদেশ বিমানের মাস্কাটগামী ফ্লাইট আবার নিয়মিত চলাচল করবে বলে জানিয়েছে বাংলাদেশ বিমান চলাচল কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ বলছে, বাতিলকৃত ফ্লাইটসমূহের যাত্রীদের নিকটস্থ বিমান সেলস অফিসে যোগাযোগ করতে হবে। ফ্লাইটে আসন খালি থাকা সাপেক্ষে তাদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে।

দেশটিতে প্রবেশের ক্ষেত্রে কিছু নিয়ম বেঁধে দেয়া হয়েছে বলে জানায় আরব নিউজ। ওমানে প্রবেশের অন্তত ৭২ ঘণ্টার মধ্যে করোনা নেগেটিভ সার্টিফিকেট দেখানোর বাধ্যবাধকতা দেয়া হয়েছে। একই সঙ্গে ৭ দিন কোয়ারেন্টাইন পালন করতে হবে। ৮ম দিনে পুনরায় করোনা পরীক্ষা করে নেগেটিভ সনদ নিতে হবে। প্রত্যেকের স্বাস্থ্য বীমা থাকাও বাধ্যতামূলক করা হয়েছে।

এই বিভাগের আরো খবর