মোঃ সালাহউদ্দিন আহমেদ: নরসিংদীর বেলাবতে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও এক জন।
বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ শুক্রবার বিকেলে ভৈরব থেকে যাত্রীবাহী একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চারজন মারা যান।
ওসি আরও জানান, এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। তাকে উদ্ধার করে ভৈরব হাসপাতালে ভর্তি করা হয়েছে।