রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

জেনে নিন যে সূরাগুলো পড়লে কোরআন খতমের সওয়াব পাওয়া যায় !!

ইসলাম ধর্মে সওয়াবের খাতাটা সহজে পূরণের জন্য মহান আল্লাহ তা’য়ালা খুব সহজ কিছু রাস্তা বলে দিয়েছেন। সওয়াব হাসিলের অনেকগুলো রাস্তার মধ্যে আল কোরআন খতম অন্যতম। আল্লাহ পাক পবিত্র কোরআন খতমের জন্য কিছু সহজ নিয়ম বলে দিয়েছেন। সেই নিয়মগুলো হলো-

সুরা ফাতিহা ৩ বার পড়লে আল-কুরআন বার খতমের সওয়াব হয়।

(তফসীরে মাযহারী ১ম, পৃ ১৫)।

সুরা ইখলাস ৩ বার পড়লে ১ খতমের সওয়াব হয়।

(সহিহ বুখারী ২য়, পৃ ৬৫০)।

সুরা ইয়াসিন ১ বার পড়লে ১০ খতম এর সওয়াব হয়।

(সহিহ তিরমিযি ২য়, পৃ ১১৬)।

সুরা কাফিরুন ৪ বার পড়লে খতমের সওয়াব হয়।

(সহিহ তিরমিযি ২য়, পৃ ১১৭)।

রা যিলযাল ২ বার পড়লে ১ খতমের সওয়াব হয়।

(সহিহ তিরমিযি ২য়, পৃ ১১৭)।

সুরা ক্বদর ৪ বার পড়লে ১ খতমের সওয়াব হয়।

(দুররে মনসুর ৬ষ্ট, পৃ ৬৮০)।

আয়তুল কুরসী ৪ বার পড়লে ১ খতমের সওয়াব হয়।

(তফসীরে মাযহারী ২য় খন্ড, পৃ ৩১)।

সুরা নসর ৪ বার পড়লে ১ খতমের সওয়াব হয়।

(সহিহ তিরমিযি ২য়, পৃ ১১৭)।

সুরা আদিয়াত ২ বার পড়লে ১ খতমের সওয়াব হয়।

(দুররে মনসুর ৬ষ্ট, পৃ ৬৯৫)।

এই বিভাগের আরো খবর