সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীতে ফেনসিডিলসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ সালাহউদ্দিন আহমেদ: নরসিংদীতে ১৬০ পিস ফেনসিডিলসহ আরশাফ উদ্দিন (৬৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে (ডিবি) পুলিশ। মঙ্গলবার (৫ জানুয়ারি) রাতে জেলার রায়পুরা থানার রামনগর সাকিনস্থ পাগলার মোড় এলাকা থেকে তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ও গোয়েন্দা শাখার পরিদর্শক রুপন কুমার সরকার (পিপিএম)  তিনি জানায়, মঙ্গলবার দিবাগত রাতে ডিবির এসআই মাহমুদুল হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রায়পুরা থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় মাদক ব্যবসায়ী আশরাফ উদ্দিনকে ১৬০ পিস ফেনসিডিলের বোতলসহ আটক করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ১ লক্ষ ৭৬ হাজার টাকা। আটককৃত আশরাফ উদ্দিনের বিরুদ্ধে ইতোপূর্বে তিনটি মাদক মামলা রয়েছে। এই ঘটনায় রায়পুরা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এই বিভাগের আরো খবর