মোঃ সালাহউদ্দিন আহমেদ: নরসিংদী জেলা গোয়েন্দা ডিবি পুলিশের অভিযানে দুইশত পিস ইয়াবাসহ চিহ্নিত চার মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও জেলা পুলিশের মিডিয়া সমন্বয় রুপন কুমার সরকার (পিপিএম) জানায়, সোমবার (১৮ জানুয়ারি) ডিবি পুলিশের এসআই তাপস কান্তি রায়, এএসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া শিবপুর থানাধীন গাবতলী হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১)সিরাজ মিয়া(৪২), পিতামৃত- জিয়ার উদ্দিন,সাং- যোশর উওরপাড়া,থানা- শিবপুর, (২)জুয়েল মিয়া(২১), পিতা- ইদ্রিস মিয়া, সাং- জিরাহী, থানা- রায়পুরা, উভয়জেলা- নরসিংদীদের ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।
এবং এসআই নূরে আলম হোসাইন, এএসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া শিবপুর মডেল থানাধীন ভরতেরকান্দি হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (৩) সজীব দাস (৩২), পিতা – মহানন্দ দাস, সাং- বৌয়াকুড়, থানা-নরসিংদী, (৪) ইব্রাহিম(২০), পিতা- জয়নাল, সাং- ভরতেরকান্দি, থানা-শিবপুর, উভয়জেলা- নরসিংদীদের ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। মোট ইয়াবা উদ্ধার ২০০ পিস এ সংক্রান্ত পৃথক পৃথকভাবে এজাহার দায়ের করা হয়েছে।