নিজস্ব প্রতিবেদকঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবীত স্বাধীনতা স্বপক্ষের সর্ববৃহৎ অনলাইন সংগঠন এম-ফোর্সের কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে অনলাইনের পাশাপাশি অফলাইনে তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য সিলেট জেলা শাখার অফলাইন কমিটি ঘোষণা করা হয়।
গত ১৫-০১-২০২১ ইং তারিখে নাজিম আহমদ (সভাপতি কেন্দ্রীয় কমিটি) ও বাবুল ওলিয়র ( সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি)এর স্বাক্ষরিত ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।
উক্ত কমিটিতে সভাপতি নির্বাচিত হন, মোস্তাক উদ্দীন আহমদ।
সাধারণ সম্পাদক নির্বাচিত হন, কানাইঘাট উপজেলা ছাত্রলীগ নেতা মাহবুব আলম তামিম।
উক্ত কমিটিতে আরও স্থান লাভ করেন সিলেট জেলাধীন বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ।