শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আলোকিত মাধবদী পরামর্শ ও করনীয় সভা অনুষ্ঠিত

দিনার চৌধুরীঃ গতকাল ২৩ জানুয়ারি শনিবার বিকেল ৩টায় নরসিংদীর মাধবদী এস পি (সতী প্রসন্ন) ইনষ্টিটিউশন প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে আলোকিত মাধবদী পরামর্শ ও করনীয় সভা অনুষ্ঠিত হয়েছে। মাধবদী এস পি (সতী প্রসন্ন) ইনষ্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কিরণ কুমার দেবনাথ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াস উদ্দিন মিয়া। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মাধবদীকে একটি শিক্ষা বান্ধব শহর হিসেবে গড়ে তুলতে হবে। মাধবদীতে জনসাধারণের জন্য বিনোদন কেন্দ্র করতে হবে। মোশাররফের আমলে মাধবদীতে কোন রাজনৈতিক মারামারি হয় নি।
তার মধ্যে লিডারশীপ ক্ষমতা আছে। মাধবদীতে মেয়রের পক্ষে সকল কমিশনারদের সম্মতি প্রদান এটা একটি বিরল দৃষ্টান্ত। সে একজন বিনয়ী মেয়র।
মাধবদীতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্তমান মেয়রকে আবারো জয়ী করতে হবে। এ এলাকার উন্নয়নে জন্য তুমি এলাকার মানুষের পক্ষে থাকবা।
নির্বাচিত না হতে পারলেও মানুষের পাশে থাকবা।
জননেত্রী সাধারণ মানুষের ভাষা বুঝে। তাই আবারও মোশাররফের হাতে নৌকা তুলে দিয়েছেন।
মাধবদী এস পি (সতী প্রসন্ন) ইনষ্টিটিউশনের প্রাক্তন ছাত্র মোঃ শেখ ফরিদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন আর বি সি ব্যাংকের পরিচালক ড. রফিকুল ইসলাম খান (আঙ্গুর)। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার জননন্দিত পৌর মেয়র হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক। আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট মেম্বার নাছির উদ্দীন, মাধবদী এস পি (সতী প্রসন্ন) ইনষ্টিটিউশন এর ৯৩ ব্যাচের ছাত্র ও নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আলহাজ্ব আলী হোসেন শিশির (সিআইপি), মাধবদী এস পি (সতী প্রসন্ন) ইনষ্টিটিউশন এর শিক্ষক বীর মুক্তিযুদ্ধা এএইচএম মোতাহের হোসেন, প্রাক্তন ছাত্র মনিরুজ্জামান মনির শাহ, ডাচ বাংলা ব্যাংকের সাবেক কর্মকর্তা নাছির উদ্দীন, প্রাক্তন ছাত্র মোস্তফা আজিজুল করিম, হাবিবুর রহমান, ৮৫ ব্যাচের ছাত্রী এড. রিনা দেবনাথ,
৮৬ ব্যাচের ছাত্র দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ কমিউনিটি সভাপতি আলী হোসেন, ৯৪ব্যাচের ছাত্র এড. আবুল হাসনাত মাসুম, ২০০৪ ব্যাচের ছাত্র ডাঃ মেহেদি হাসান, ৮৯ ব্যাচের ছাত্র ডঃ মোঃ সাজ্জাদ প্রমুখ। এসময় মাধবদী পৌরসভার কাউন্সিলর, স্কুলের শিক্ষক, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, স্বাধীনতা পরবর্তী মাধবদী এস পি (সতী প্রসন্ন) ইনষ্টিটিউশন এর সকল ব্যাচের ছাত্র ছাত্রী বৃন্দ।
এসময় বক্তারা মাধবদীর ইতিহাস ঐতিহ্য নিয়ে আলোচনা করেন এবং মাধবদী তথা দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশ নেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্য কাজ করার আহবান জানান।

এই বিভাগের আরো খবর