শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

অজু ভেঙ্গে যায় যে ৭টি কারণে।

আপনি জানেন কি, কোন সাতটি কারণে আপনার অজু ভেঙ্গে যাচ্ছে? অজু যদি ভেঙ্গে গেলে নামাজ হবে না, আর নামাজ না হলে আপনি পাপি হয়ে যাবেন।

তাই অজু কি কি কারণে ভেঙ্গে বা নষ্ট হযে যায় সগুলো অবশ্যই আপনাকে জানতে হবে। নিচে অজু ভাঙ্গার সাতটি কারণ উল্লেখ করা হলো-

অজু ভঙ্গের কারণ :

১. পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়া কোন কিছু বের হওয়া

২. মুখ ভরে বমি হওয়া

৩. শরীরের কোন জায়গা হতে রক্ত, পুঁজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়া

৪. থুথুর সাথে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া

৫. চিৎ বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া

৬. পাগল, মাতাল, অচেতন হওয়া এবং

৭. নামাযে উচ্চস্বরে হাসা।

এই বিভাগের আরো খবর