বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ঈমানদার বলা যাবে না যার মধ্যে এই তিনটি গুণ নেই।

দুনিয়ার সব কিছুর চেয়ে দামী হলো ঈমান। একজন মমিন মুসলমানের কাছে তাই ঈমানের মূল্য সবচেয়ে বেশি। কিন্তু আপনি জানেন কি, ঈমানদার ব্যক্তির মধ্যে যদি তিনটি গুণ না থাকে, তাহলে ওই ব্যক্তিকে কখনোই ঈমানদার বলা যাবে না।

এ সম্পর্কিত একটি হাদিস পড়লে স্পষ্ট জ্ঞান লাভ করা যায়।

হযরত আনাস ইবনে মালেক (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ বলেন, তিনটি জিনিস যে ব্যাক্তির মধ্যে রয়েছে সেই ঈমানের স্বাদ পেয়েছে।

তাহলে চলুন জেনে নেই যে তিন ভাবে আপনি ঈমানের স্বাদ পাবেন:

১. যে ব্যাক্তির নিকট আল্লাহ ও তার রাসূল সবচেয়ে প্রিয়।

২. যে মানুষকে ভালবাসে একমাত্র আল্লাহর জন্য।

৩. যে ব্যাক্তি ইসলাম গ্রহন করার পর কফরীতে ফিরে যাওয়া না পছন্দ করে, যেভাবে সে আগুনে নিক্ষিপ্ত হওয়া না পছন্দ করে।

এই বিভাগের আরো খবর