শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ যুক্তরাষ্ট্র শাখার আংশিক কমিটি ঘোষণা

অনলাইন প্রতিবেদকঃ
“এসো এক হই অধিকারের কথা কই।” এ শ্লোগানকে সামনে রেখে গত ৬ ফেব্রুয়ারি শনিবার বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি আজাদ আহমেদ পাটওয়ারীর সভাপতিত্বে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি জনাব কবীর হোসেন এবং সাধারণ সম্পাদক জনাব বিপ্লব কুমার পোদ্দারের অনুমোদনে মোহাম্মদ আলি হোসাইন মজুমদারকে সভাপতি, আব্দুস সাত্তার পলাশকে সাধারণ সম্পাদক এবং হাসিবুল ইসলাম ভূঁইয়াকে সাংগঠনিক সম্পাদক করে যুক্তরাষ্ট্র শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে ।

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, সম্পূর্ণ অরাজনৈতিকভাবে এবং প্রবাসীদের অধিকার নিয়ে বিশ্বের ৫৪ টি দেশে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। এই সংগঠনটি কাজ করছে প্রবাসীদের সমস্যা যেমন : পাসপোর্ট রি-ইস্য সাশ্রয়ী এবং স্বল্প সময়ের মধ্যেই নতুন পাসপোর্ট পাওয়া, বিদেশে বাংলাদেশের মিশনারি কনস্যুলেট অফিস দালাল মুক্ত করণ, প্রবাসীদের জন্য জাতীয় বাজেটের ৫% বরাদ্দ করা, প্রবাসীদের মৃতদেহ বিনামূল্যে বাংলাদেশ পেরন করা, মানবেতর জীবন যাপনকারী প্রবাসীদের জন্য সরকারি আর্থিক অনুদান ও পেনশনের আওতায় নেওয়া ও পূর্ণবাসন মূলক ব্যবস্থা সরকার কর্তৃক গ্রহণ করা, বাংলাদেশে বসবাসরত প্রবাসী ভাইদের পরিবারের সামাজিক নিরাপত্তা, নানারকম হয়রানিমূলক মামলা-হামলা মত ঝামেলা থেকে প্রবাসী ভাইদের কে নিরাপদে রাখা এবং ভোটের অধিকারের লক্ষে বিশ্বের প্রায় ৫৪ টি দেশে নিরলস পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশে প্রবাসী অধিকার পরিষদ।

ভার্চয়াল এ অনুষ্ঠানে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা সাবেক ডাকসু ভিপি গণবন্ধু জনাব নুরুল হক নুর, কেন্দ্রীয় সভাপতি জনাব কবীর হোসেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব বিপ্লব কুমার পোদ্দার যোগ দেন। উক্ত অনলাইন মিটিং এ আরো যোগ দেন কেন্দ্রীয় সহসভাপতি মোহাম্মদ সোহরাব হোসেন, সহসাংগঠনিক সম্পাদক নেয়ামত উল্ল্যা, মানব পাচার প্রতিরোধ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদ কুদরত এ হাসান, গণযোগাযোগ বিষয়ক সম্পাদক ফাহিম আহমেদ সৌরভ, সহঅর্থ সম্পাদক শাকিলুজ্জামান, সহশ্রম ও অভিবাসন বিষয়ক সম্পাদক রাজিব আহমেদ। এছাড়াও বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ যুক্তরাষ্ট্র শাখার বিভিন্ন অঙ্গরাজ্যের নেতৃবৃন্দ অনলাইন মিটিং এ উপস্থিত ছিলেন। সর্ব সম্মতিক্রমে কমিটির অন্যারা হলেন, সহসভাপতি তিন জন মোহাম্মদ মামুন, সিকদার রহমান ও জিয়াউল হাসেম, যুগ্ম সাধারণ সম্পাদক তিন জন মাহফুজুর রহমান তুহিন, মোহাম্মদ আবুল কাশেম ও হাফিজুর রহমান মুন্না। সাংগঠনিক সম্পাদক হাসিবুল ইসলাম ভুঁইয়া, সহ সাংগঠনিক সম্পাদক মওদুদ আহমেদ ও মোহাম্মদ সালাউদ্দিন, দপ্তর সম্পাদক মো: নাজমুল হুদা ও সহ দপ্তর সম্পাদক: মোহাম্মদ সরওয়ার খাঁন অর্থ সম্পাদক মাহমুদুল হাসান জাবেদ, সহ অর্থ সম্পাদক জোবায়ের আহমেদ, সমাজ সেবা সম্পাদক রাজু আহমেদ,সহ সমাজ সেবা সম্পাদক ইমাম মিজি, ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক পলাশ প্রভাত, সহ ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসাইন শহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রুহুল খান, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মাদ ফখরুল ইসলাম, গণ যোগাযোগ বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এইচ এম শরিফুল ইসলাম, সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক ফাহেদ নবী, সহ সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আল আমিন ( সৈকত ), প্রবাসী কল্যান ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ, শ্রম ও অভিবাসন বিষয়ক সম্পাদক শামেল মোহাম্মদ সোহেল, মানবপাচার প্রতিবাদ ও পুনর্বাসন সম্পাদক বাবলু আহমেদ, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক সাইদুর রহমান, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শাওন রাজ এবং কার্য নির্বাহী সদস্যরা হলেন আজাদ আহমেদ পাটওয়ারী, নেয়ামত উল্ল্যা, কুদরত এ হাসান , রাজিব আহমেদ ও ফাহিম আহমেদ।

এই বিভাগের আরো খবর