বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

দূর্গাপুরে অসহায় মানুষদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন ইউএনও

রায়হান ইসলাম, জেলা প্রতিনিধি: রাজশাহীর দূর্গাপুরে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়েছে অনেক অসহায় মানুষ। ফলে অনেকে ঠিক ভাবে পারছেনা পরিবারের সদস্যদের মুখে তিন বেলা খাবার তুলে দিতে। এ নিয়ে চরম বিপাকে পড়েছেন এসব নিম্ন আয়ের লোকজন। তবে সরকারের নির্দেশ এ উপজেলার কর্মহীন দরিদ্র্য মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহসীন মৃধা । উপজেলার ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নে বসবাসকারী প্রায় ৩ হাজার ২শ অসহায় পরিবারের মাঝে ১০কেজি করে চাল প্রদান করা হয়। শনিবার (২৮ মার্চ) সকালের দিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসনের নির্দেশনায় সামাজিক দূরুত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা কর্মহীন অসহায় মানুষদের উদ্দেশ্য বলেন, করোনার প্রভাবে যাতে কোন মানুষ না খেয়ে থাকে সে জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী আমরা জেলা প্রশাসক স্যারের নির্দেশে আপনাদের পাশে এসে দাড়িয়েছি। আপনাদের চিন্তার কোন কারন নেই এসমস্যা যতদিন সমাধান না হবে ততদিন পর্যন্ত আমাদের এ কার্যক্রম চলমান থাকবে। তাই এ করোনা ভাইরাস প্রতিরোধে আপনারা নিজ ঘরে অবস্থান করুন , আমরাই এসব খাদ্য সামগ্রী নিয়ে পৌঁছে যাবো আপনার দরজায় ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেলাল হোসাইন, নওপাড়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কিসমত গণকৈড় ইউপি চেয়ারম্যান আফসার আলী মোল্লা, ঝালুকা ইউপি চেয়ারম্যান মোজাহার আলী মন্ডল, মাড়িয়া ইউপি চেয়ারম্যান হাসান ফারুক ইমাম সুমন, জয়নগর ইউপি চেয়ারম্যান সমসের আলী প্রমুখ।

এই বিভাগের আরো খবর