শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

প্রয়োজনে আইপিএল বিদেশে আয়োজন করা হবে

স্পোর্টস ডেস্ক :  ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) একটি সূত্র সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছে, আইপিএল আয়োজনে বোর্ড সব ধরনের বিকল্পের দিকেই নজর রাখছে। দেশের বাইরে আইপিএল আয়োজনের পরিস্থিতি হলে তাই করবে ক্রিকেট বোর্ড। যদি সেটাই একমাত্র রাস্তা হয় তাহলে আমরা তাই করব। অতীতে আমরা বিদেশের মাঠে আইপিএল আয়োজন করেছি। এবার আবারও করতে পারি।

এবারের আইপিএল শুরু হওয়ার কথা ছিল ২৯ মার্চ। কিন্তু করোনার কারণে ১৫ এপ্রিল পর্যন্ত তা পিছিয়ে দেয়া হয়েছে। এপ্রিল পেরিয়ে আজ জুনের ৫ তারিখ। কিন্তু করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণ নেই। করোনার এমন কঠিন পরিস্থিতিতে প্রয়োজনে বিদেশের দর্শকশূন্য স্টেডিয়ামে আইপিএল আয়োজন করতে চায় বিসিসিআই।

ভারতীয় ক্রিকেট বোর্ডের ওই সূত্রটি আরও জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসি কী সিদ্ধান্ত নেয় আমরা তার অপেক্ষায় আছি। আইপিএল নিয়ে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু করোনাভাইরাসের কারণে বিশ্বকাপ আয়োজনে শঙ্কা দেখা দিয়েছে।

এই বিভাগের আরো খবর