ডেস্কনিউজঃ প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কক্সবাজার শহরের ১০টি ওয়ার্ডকে ‘রেড জোন’ ঘোষণা করেছে জেলা প্রশাসন। একইসঙ্গে দুটি ওয়ার্ডকে ‘ইয়োলো জোন’ ঘোষণা করা হয়েছে। এছাড়া পুরো জেলাকে ২০ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে।
কক্সবাজারের ডিসি মো. কামাল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শহরের এক নম্বর ও ১২ নম্বর ওয়ার্ড ছাড়া বাকিগুলো ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত।
এরইমধ্যে ‘রেড জোনের’ বাসিন্দাদের শহরে ঘোরাফেরায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। শুক্রবার থেকেই এ ঘোষণা কার্যকর হয়েছে।
তিনি আরো জানান, করোনাভাইরাস পরিস্থিতি মনিটরিংয়ের জন্য সরকারের বিভিন্ন বিভাগের সমন্বয়ে চার পৌরসভা ও আট উপজেলার প্রতিটি ওয়ার্ডে মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। করোনা রোগী শনাক্তের সংখ্যার ওপর ভিত্তি করে এলাকাভিত্তিক শ্রেণিকরণ করা হয়েছে।
এর আগে করোনাভাইরাসের সংক্রমণ রোধে ৮ এপ্রিল থেকে পুরো কক্সবাজারকে লকডাউন ঘোষণা করা হয়। ১১ মে থেকে লকডাউন শিথিল করে সীমিত পরিসরে সবকিছু খোলা রাখার নির্দেশনা দেয়া হয়।
তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়ায় আবারো জেলাকে লকডাউন করে শহরের ১০টি ওয়ার্ডকে ‘রেড জোন’ ঘোষণা করা
হয়।