রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা সংক্রমণ থেকে বাঁচাবে জুতা

ডেস্ক নিউজ : করোনায় বিপর্যস্ত বিশ্বের অর্থনীতি। আর কত দিন এভাবে সম্ভব? তাই অর্থনীতি চাঙ্গা করতে লকডাউন উঠিয়ে দিচ্ছে অনেক দেশ। ইতিমধ্যে অফিস-আদালত, শপিংমল ওপেন হয়েছে। আগে থেকেই চালু রয়েছে নিত্যপণ্যের কাঁচা বাজার। কিন্তু এসবে যেতে পথে-ঘাটের সামাজিক দূরত্ব বজায় রাখাটাই যে অসম্ভব! কিন্তু অসম্ভবকে সম্ভব না করলে যে বিপদ আরও বাড়বে। এই সমস্যা দূর করতে আসলো নতুন ধরনের এক জুতা!

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে এক অভিনব উপায় কাজে লাগিয়ে সমাধান বের করেছেন রোমানিয়ার এক জুতা কারিগর। পায়ে পায়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে তিনি বানিয়ে ফেলেছেন প্রায় আড়াই ফুট (২৯.৫৩ ইঞ্চি) লম্বা জুতা! এই জুতা পরে দু’জন মুখোমুখি দাঁড়ালে প্রায় দেড় মিটার দূরত্ব তৈরি হবে। অর্থাৎ, প্রায় ৫৯ ইঞ্চি (প্রায় ৫ ফুট) দূরত্ব তৈরি হবে ওই দু’জনের মধ্যে।

এই শারীরিক দূরত্ব করোনা সংক্রমণ থেকে বাঁচার জন্য যথেষ্ট বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ভিড়ের মধ্যে হাঁটলেও এই জুতা বাকিদের থেকে অনেকটা দূরত্ব তৈরি করে দেবে। সামনের দিকে অনেকটাই লম্বা। এই জুতার সাইজ ইউরোপিয়ান হিসেবে ৭৫ নম্বর।

রোমানিয়ার গ্রেগর লুপ এই জুতো বানিয়েছেন। তার দাবি, ‘এখন খুবই দরকারি হলেও অনেকেই সামাজিক দূরত্ব রক্ষা করছেন না। কাছাকাছি এসে পড়ছেন। তা থেকে বাঁচার উপায় সাইজ হিসাবে বলতে গেলে এটি ৭৫ নম্বর সাইজের জুতা। পথে-ঘাটে বেরিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখার একেবারে মোক্ষম উপায় এটি!

দেখতে অদ্ভূত হলেও রোমানিয়ায় নাকি ইতিমধ্যেই এই জুতোর বেশ চাহিদা তৈরি হয়েছে। বিশেষ এই জুতোর নাম দেওয়া হয়েছে ‘সোশ্যাল ডিসটেন্সিং শু’!

এই বিভাগের আরো খবর