সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দেশ ছাড়ার কারন জানালেন সানি লিওন

বিনোদন ডেস্ক : সাবেক পর্ন তারকা ও বর্তমান বলিউড অভিনেত্রী সানি লিওন। কিছুদিন আগে করোনার মধ্যেই স্বামী সন্তান নিয়ে নিজের দেশ ভারত ছেড়ে লস এঞ্জেলেসের বাড়িতে উড়ে গিয়েছেন তিনি। সম্প্রতি তিনি জানিয়েছেন সে সময় তিনি মুম্বাই ছেড়ে যেতে চাননি। আবারো ফিরতে চান নিজের সেই পুরনো জায়গায় মুম্বাইতেই। ভারতীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে সানি জানিয়েছেন, খানিকটা বাধ্য হয়েই তাকে তখন লস এঞ্জেলেসে যেতে হয়েছিল। তাই এখন ফিরে আসতে চান মুম্বাইতে।

প্রসঙ্গত, মে মাসের প্রথম দিকে সপরিবারে লস এঞ্জেলস পাড়ি দিয়েছিলেন সানি। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হচ্ছে সেখানে কেন সানি গেলেন তা নিয়ে প্রশ্ন উঠেছিল তার ভক্ত মহলে। অভিনেত্রী ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন যে, লস এঞ্জেলেসের বাড়িতে পৌঁছেছেন কারণ তারা মনে করছেন সেখানেই সন্তানরা সব থেকে বেশি সুরক্ষিত থাকবে। তার স্বামী ড্যানিয়েলও ঠিক একই কথা বলেছিলেন।

এই বিভাগের আরো খবর