সোমবার, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নুসরাত ফারিয়ার বাগদান

বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের আবেদনময়ী নায়িকা নুসরাত ফারিয়া। এখন চিরস্থায়ী গাঁটছড়া বাঁধতে চলেছেন প্রেমিকের সঙ্গে। ইফতেখার আলমের সঙ্গে গত পহেলা মার্চ আংটি বদল করেছেন তিনি। দীর্ঘ সাত বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ে করতে চলেছেন তারা। সম্প্রতি আংটি বদলের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন নুসরাত।

নুসরাত ফারিয়া জানান, ইফতেখার আলমের সঙ্গে সাত বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। পারিবারিকভাবে তাদের বাগদান সম্পন্ন হয়েছে। করোনা শেষ হলেই অনুষ্ঠান হবে।

করোনা মহামারী কেটে গেলেই বিয়ের পিঁড়িতে বসবেন হালের এ নায়িকা। রেডিও জকি এবং উপস্থাপক হিসেবে ক্যারিয়ার শুরুর পর ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ‘আশিকী’ চলচ্চিত্রের মাধ্যমে ফারিয়ার অভিষেক ঘটে।

এরপর একে একে ‘হিরো ৪২০’, ‘বাদশা-দ্য ডন’, ‘বস-টু’, ‘ধ্যাততেরিকি’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন নুসরাত। গেল ৬ মার্চ সাকিব খানের সঙ্গে ‘শাহেনশাহ’ ছবিটি তার মুক্তি লাভ করে।

এই বিভাগের আরো খবর