রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আ.লীগ নেতা নাসিমের মৃত্যুতে সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারার শোক প্রকাশ

রায়হান ইসলাম, রাজশাহী: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার অন্যতম শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর সুযোগ্যপুত্র ১৪ দলের মুখপাত্র, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি‘র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও রাজশাহী -৫ (দূর্গাপুর -পুঠিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় শোক ও দুঃখ প্রকাশ করেন তিনি ।

আব্দুল ওয়াদুদ দারার ওই শোক বার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

আজ বেলা ১১টার দিকে রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে নাসিমের বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।

এই বিভাগের আরো খবর