মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীতে ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ নরসিংদীতে একশত বিশ (১২০) পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রায়পুরা থানা পুলিশ। শনিবার (১৩ জুন) রাতে করিমগঞ্জ নয়াহাটি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো -করিমগঞ্জ নয়াহাটি এলাকার এরশাদ মিয়ার ছেলে আমির হোসেন (৪২),করিমগঞ্জ মৃধাবাড়ীর এলাকার আবুল খায়ের মৃধার ছেলে ফরহাদ মৃধা (৩২) ও আদিয়াবাদ উত্তরপাড়া সাইফুল ইসলাম এর ছেলে মোমিন মিয়া (৩৬)। পুলিশ জানায়,গোপন সংবাদের  ভিত্তিতে খবর পেয়ে রায়পুরা থানার এসআই অভিজিত চৌধুরী ও এএসআই মোকাদ্দম হোসেন করিমগঞ্জ নয়াহাটি এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় চিহ্নিত তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয় তাদের দখল থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে রায়পুরা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রয় আইনে মামলা হয়েছে বলে জানায় পুলিশ।

এই বিভাগের আরো খবর