রবিবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী করোনায় আক্রান্ত

আন্তার্জাতিক ডেস্ক :  দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের দেহে করোনভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার তার শরীরে জ্বর বেড়ে যাওয়ায় দ্বিতীয়বার করোনা পরীক্ষা করালে ফলাফল পজিটিভ আসে। এর আগে গতকাল করোনা পরীক্ষা করালে ফলাফল নেগেটিভ এসেছিল।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, দিল্লির স্বাস্থ্যমন্ত্রীর শরীরে করোনা উপসর্গ থাকায় দ্বিতীয়বার টেস্ট করার সিদ্ধান্ত নেন চিকিৎসক। এ ছাড়া গতকাল আম আদমি পার্টির আরেক নেতা আতিশির শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়।

এর আগে গত সপ্তাহে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গলাব্যাথা ও জ্বর থাকায় তিনি স্বেচ্ছায় আইসোলেশনে চলে যান। পরে করোনা পরীক্ষায় মুখ্যমন্ত্রীর ফলাফল নেগেটিভ আসে।

এই বিভাগের আরো খবর