সোমবার, ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

প্রিন্সেস ডায়না রুপে আসছেন ক্রিস্টেন স্টুয়ার্ট

বিনোদন ডেস্ক : ‘টুইলাইট’র পর নিজের একটি স্বতন্ত্র সিনেমার জন্য অনেক বছর অপেক্ষা করেছেন মার্কিন অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট। এবার শিগগিরই তাকে মূল চরিত্রে দেখা যাবে ‘স্পেনসার’ শিরোনামের একটি সিনেমায়। আর এতে তিনি আবির্ভূত হবেন প্রিন্সেস ডায়ানা রূপে। হলিউডভিত্তিক বিনোদন সংবাদমাধ্যম ডেডলাইন জানিয়েছে, নাটালি পোর্টম্যান অভিনীত ‘জ্যাকি’খ্যাত পরিচালক পাবলো লারিন নির্মাণ করছেন ‘স্পেনসার’।

লেডি ডায়ানা যখন প্রিন্স চার্লস থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, ক্রিস্টমাস লগ্নে তিনদিন ধরে ঘটে যাওয়া শ্বাসরুদ্ধকর সেই ঘটনার আলোকে নির্মিত হচ্ছে সিনেমাটি। সিনেমাটির চিত্রনাট্য রচনা করেছেন স্টিভেন নাইট। ২০২১ সালের শুরুতেই সিনেমাটির নির্মাণ কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।

 

এই বিভাগের আরো খবর