রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সুশান্তের অপেক্ষায় ফাজ

বিনোদন ডেস্ক : বলিউডের নবীন তারকা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনায় স্তব্ধ গোটা ভারত। প্রণোচ্ছ্বল অভিনেতার মৃত্যু মেনে নিতে পারেননি অনেকেই। শোকাহত তার ভক্তরাও। সহকর্মী থেকে পরিবার- প্রিয় সুশান্ত সিং রাজপুতকে হারিয়ে সবাই ব্যথিত। সেই ব্যথা-বেদনার কথা কখনও তাঁরা লিখছেন, কখনও বলছেন প্রকাশ্যে। মনটা তাতে হয়ত একটু হালকা হচ্ছে। কিন্তু ‘ফাজ’ কী করবে? ও যে বলতে পারে না। বুক দেখিয়ে বলতে পারে না!

ফাজ, সুশান্ত সিং রাজপুতের পোষ্য কুকুর। এতেই শেষ হয়ে যায় না সব বলা। বরং ‘নিঃসঙ্গ’ সুশান্তের সবথেকে কাছের কেউ থাকলে, সে ফাজ। অসময়ে বিদায় নিয়েছেন সুশান্ত। কিন্তু ফাজ কি বুঝতে পারছে আর কখনও ফিরে আসবে না প্রিয় মানুষটা? আর কখনও এসে কোলে তুলে আদর করে দেবে না? সুশান্তের মৃত্যুর পর থেকেই বাড়িতে দৌড়ে বেড়াচ্ছে সে। খাওয়াদাওয়া বন্ধ। সামান্য আওয়াজ পেলেই দৌড় যাচ্ছে দরজার কাছে, মানুষটা কি এলো? না, আবার চোখের কোনে পানি নিয়ে ফিরে এসে শুয়ে পড়ছে। তবে, মোবাইলের স্ক্রিনে সুশান্তের মুখটা দেখলেই যেন উজ্জ্বল করে উঠছে ফাজের মুখটা!

এই বিভাগের আরো খবর