শনিবার, ৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় ২ করোনা রোগীর মৃত্যু

রায়হান ইসলাম, রাজশাহী : রাজশাহীতে দু’জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে ও শনিবার সকালের দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃত ব্যক্তিরা হলেন, রাজশাহী নগরীর পদ্মা আবাসিক এলাকার ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ প্রামানিক(৫৫) ও পাবনা উপজেলার দোগাছি গ্রামের মৃত জনাব আলীর ছেলে হাফিজুর রহমান (৪৭)।

বিষয়টি নিশ্চিত করে রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, করোনাই আক্রান্ত হয়ে দুজন রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তাদের মধ্যে একজন শুক্রবার দিবাগত রাতে এবং অপরজন শনিবার সকালের দিকে মারা যায়।

এই বিভাগের আরো খবর