শনিবার, ৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ময়মনসিংহের ভালুকায় শ্রমিকদের বিক্ষোভ: ট্রাক চাপায় নিহত ২

বকেয়া বেতনের দাবিতে ময়মনসিংহের ভালুকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। শ্রমিকদের নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল নিক্ষেপ করে। সেসময় পালাতে গিয়ে ট্রাকের নিচে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতরা হলেন- ক্রাউন ওয়্যারস্ গার্মেন্টসের শ্রমিক হারুন অর রশিদ (৩৪)। তিনি ফুলবাড়িয়া উপজেলার বাসিন্দা। অন‌্যজন হলেন স্কয়ার লিমিটেডে কর্মরত জুয়েল মিয়া (৩২)। তিনি গৌরীপুর উপজেলার বাসিন্দা।

ভালুকা ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উযায়ের আল মাহমুদ আদনান জানান, সোমবার সকাল ১০টা থেকে উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকায় স্থানীয় ক্রাউন ওয়্যারস্ গার্মেন্টস কারখানার শ্রমিকরা দুই ঘণ্টা ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ ঘটনায় শিল্প পুলিশসহ গার্মন্টসের কিছু লোক শ্রমিকদের ওপরে লাঠিচার্জ করে। এসময় ‍পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

এই বিভাগের আরো খবর