সোমবার, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পাওয়ার গ্রীডে আগুন: বিদ্যুৎহীন ময়মনসিংহ বিভাগ

শেরপুর প্রতিনিধি: ময়মনসিংহের পাওয়া গ্রীডে আগুন লাগার কারনে কেওয়াটখালি পিজিসিডি গ্রিড উপকেন্দ্র বন্ধ হয়ে গেছে। আগুন নিভে গেলেও বন্ধ হয়ে গেছে ময়মনসিংহ বিভাগের সবগুলো জেলার বিদ্যুৎ সর্বরাহ।

জানা যায় দুপুর ১ টার দিকে উপকেন্দ্রের একটি ট্রান্সফর্মারে আগুন লাগে।খবর পেয়ে ফায়ার সার্ভসের দুইটি ইউনিট আগুন নেভানোর কাজ করে। এরপর দুপর দুইটার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে।

পিজিসিডি গ্রিড উপকেন্দ্রর ফ্লোরম্যান নরুল ইসরাম জানান শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে ধারনা করছেন তারা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ময়মনসিংহ বিভাগের উপপরিচালক
আবুল হোসেন জানান খবর পাওয়ার সাথে সাথে দুইটি ইউনিট ঘটনাস্থে পৌছে এসময় আরো ৫ টি ইউনিট প্রস্তত করা হয় তবে দুই ইউনিটই আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। কি কারনে আগুন লেগেছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

পিডিবি ময়মনসিংহ অঞ্চলের প্রধান প্রকৌশলি রফিকুল ইসলাম জানান উপকেন্দ্রে তিনটি পাওয়ার ট্রান্সফরমার আছে একটি পাওয়ার ট্রান্সফরমারে আগুন লেগেছে।
কি কারনে এটা হয়েছে বা ক্ষয়ক্ষতি কি পরিমান হয়েছে সেটি জানাতে সময় লাগবে। পাওয়ার গ্রীড কোম্পানি তদন্ত করছে। ময়মনসিংহে আংশিক দিতে পারবো। তিনি জানান এঘটনায় ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলায় বিদ্যুৎ সর্বররাহ বন্ধ রয়েছে। কখন বিদ্যুৎ সর্বরাহ স্বাভাবিক হবে বলা যাচ্ছেনা। তবে ময়মনসিংহ শহরে আংশিক বিদ্যুৎ সর্বরাহ চালু করাযায় কিনা তা দেখা হচ্ছে।

এই বিভাগের আরো খবর